নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোরকে খুন করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা ভান্ডারিপুলের ডিএনডি লেক পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ খান পায়েল নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পায়েলের সঙ্গে একই এলাকার অন্য আরেকটি গ্রুপের দ্বন্দ্ব হয়। তারই জেরে পায়েলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি নিহতের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা ছিল। সেই বিষয়ে আজ উভয়ে সমঝোতায় বসলে ওই বৈঠকেই পায়েলকে ছুরিকাঘাত করা হয়। আমরা এখনো পুরো তথ্য পাইনি। বিস্তারিত পরে জানাবো।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন