ভৈরবে আগুনে দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর এলাকার লালুকালু পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি পাদুকা সরঞ্জামের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
শুক্রবার রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভৈরবের সবচেয়ে বড় পাদুকা সরঞ্জাম মার্কেট হলো লালুকালু পাদুকা মার্কেট। সারাদিন ব্যবসায়ীরা তাদের কাজ শেষ করে দোকান বন্ধ করে যার যার বাসায় চলে যায়। আবার কেউ দোকানের ভেতরেই কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করে কালো ধোঁয়া দেখে দোকানিরা বাইরে বের হয়ে দেখে মার্কেটের একটি দোকানে আগুন জ্বলছে। এরপর এক দোকান থেকে পর্যায়ক্রমে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা প্রায় দেড় কোটি টাকার পাদুকার বিভিন্ন সরঞ্জাম পিস্টিং, রাবার, শান মেশিন, ডাইস মেশিন ও কম্পিউটারসহ জুতা তৈরির মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের জুতার বক্স তৈরির দোকানদার মনা মিয়া বলেন, রাতে দোকানের ভেতরেই বসে আমিসহ কারিগররা জুতার বক্স তৈরি করছিলাম। হঠাৎ করে চিৎকার শুনে বাইরে এসে দেখি আমাদের মার্কেটে আগুন লেগেছে। একটি দোকান থেকে পর্যায়ক্রমে আমার দোকানে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়। আমরা ছোট ব্যবসায়ী ধারদেনা ও লোন করে কোনোভাবে ব্যবসা করে চলতাম। এখন তো আমার সব শেষ হয়ে গেল। কেমনে সংসার চালাবো এটা ভাবছি।
লালুকালু পাদুকা মার্কেটের ম্যানেজার ইউনুছ মিয়া বলেন, রাত ১টার দিকে মার্কেটে কালো ধোঁয়া দেখে ছুটে এসে দেখি মার্কেটের একটি দোকানে আগুন জ্বলছে। তারপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ২৫ মিনিট পর তারা এসে মার্কেটে আগুন নেভাতে কাজ করেন। আমাদের মার্কেটের ১২টি দোকানে প্রায় দেড় কোটি টাকার পাদুকার মালামাল ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানিরা পথে বসে গেছেন।
এ বিষয়ে ভৈরব নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর আজিজুল হক রাজন জানান, পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাৎক্ষণিক আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে কাজ করেন। দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পাদুকা মার্কেটে ১২টি দোকানের পাদুকা সরঞ্জাম পুড়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন