জীবন পথের সঙ্গী খুঁজছেন বাঁধন!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৪:৪০
অ- অ+

এই মুহূর্তে বাংলা শোবিজের অন্যতম আলোচিত নাম আজমেরী হক বাঁধন। নেপথ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তার ইতিবাচক ভূমিকা। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে তৎকালীন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা।

তবে এবার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে চর্চার কেন্দ্রে এই অভিনেত্রী। জীবন পথের সঙ্গী খুঁজছেন বাঁধন। এই আলোচনার শুরু গত ২৮ অক্টোবর তার ৪১তম জন্মদিন থেকে। এদিন একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, জন্মদিনে একমাত্র সন্তান সায়রা তার কাছে বিশেষ আবদার করেছে।

কী সেই আবদার? বাঁধন বলেন, ‘আমার মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।‘

তাহলে কি মেয়ের আবদার পূরণ করবেন বাঁধন? অভিনেত্রী বলেছিলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে যে, এখনো ভয় কাটেনি।’ অভিনেত্রী শর্ত দেন, ‘আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।‘

মেয়ের আবদার পূরণে বাঁধন যদি জীবনসঙ্গী খুঁজে নেন, তবে এটি হবে তার তৃতীয় বিয়ে। অভিনেত্রী প্রথম সংসার পেতেছিলেন ২০০৫ সালে, তখন তিনি ডেন্টাল সার্জারির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও অভিনেত্রীর প্রথম স্বামীর নাম-পরিচয় সম্পর্কে বাঁধন কখনো মুখ খোলেননি।

টেকেনি সেই সংসার। ডিভোর্স হয় বিয়ের বছরই। সেসময় মানসিক সংকটে ভুগেছিলেন বাঁধন। পরে অবশ্য সেই খারাপ অবস্থা থেকে বেরিয়েও আসেন। ডিভোর্সের পরের বছর ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান বাঁধন। দ্বিতীয় রানারআপ হয়ে পথচলা শুরু করেন শোবিজ অঙ্গণে।

প্রথম সংসার ভাঙার ক্ষত ভুলে ২০১০ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার সংসার পাতেন বাঁধন। বিয়ে করেন ব্যবসায়ী মাশরুর হোসেন সনেটকে। ওই বছরেরই ৬ অক্টোবর বাঁধনের ঘর আলো করে আসে মেয়ে সায়রা। কিন্তু এ সংসারটাও টেকেনি বাঁধনের। ২০১৪ সালে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

তারপর থেকে দীর্ঘ একটি দশক একাই রয়েছেন বাঁধন। মেয়েকেও মানুষ করছেন একা হাতে। সামলাচ্ছেন মা এবং বাবা উভয়েরই দায়িত্ব। এত বছর পর এসে জীবনসঙ্গীর খোঁজ করছেন বাঁধন। এ নিয়ে সম্প্রতি আরও একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন তিনি।

হঠাৎ বিয়ে করতে চাওয়ার বিশেষ কোনো কারণ আছে কি না? জবাবে অকপট বাঁধন বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই। বয়স ৪০ পার হয়ে গেছে। এই সময়ে আমি অন্যরকম একটা জীবন পার করছি। নতুন এই জীবনে একজন সঙ্গী থাকতেই পারে।’

সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না উল্লেখ করে বাঁধনের দাবি, ‘আমার পুরো জীবনটাই সঙ্গী ছাড়াই কেটেছে। সত্যিকারের কোনো সঙ্গী পাইনি। সবসময় হয় একজন দানব পেয়েছি, না হয় অত্যাচারী, যে আমাকে অ্যাবিউজ করেছে। কেউ আমার চলার পথ মসৃণ করতে আসেনি, সবাই বাধা হয়েই এসেছে। যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারে না।’

তবে কি এবার মেয়ের বিশেষ আবদার পূরণে এমন কাউকে খুঁজছেন বাঁধন, যিনি তার চলার পথ মসৃণ করবেন? পাবেন তো এমন কাউকে? নাকি পেয়ে গেছেন? বাঁধন কবে ঘর বাঁধবেন তার সঙ্গে? এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। সেই পর্যন্ত না হয় আমাদের অপেক্ষা।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা