জামালপুরে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:২৪
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় চাঞ্চল্যকর সেনাবাহিনী সদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি মো. রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

গ্রেপ্তারকৃত মো. রাসেল খান উপজেলার সুলতান খালি গ্রামের মো. বাবুল খানের ছেলে।

জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে সেনা সদস্যের স্ত্রী শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধায় মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয় ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর বৃহস্পতিবার রাতে সদর থানার পলাশীগর থেকে সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিনিধি মেহেদি হাসানের ওপর হামলা, গ্রেপ্তার ১
অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা