জামালপুরে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:২৪
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় চাঞ্চল্যকর সেনাবাহিনী সদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি মো. রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

গ্রেপ্তারকৃত মো. রাসেল খান উপজেলার সুলতান খালি গ্রামের মো. বাবুল খানের ছেলে।

জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে সেনা সদস্যের স্ত্রী শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধায় মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয় ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর বৃহস্পতিবার রাতে সদর থানার পলাশীগর থেকে সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
আলফাডাঙ্গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
পিলখানা হত্যাকাণ্ড: স্বাধীন কমিশন বিষয়ে অপূর্ণাঙ্গ তথ্য দেওয়ায় হাইকোর্টের উষ্মা
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা