বিএনপির র‌্যালিতে নবীউল্লাহ নবীর ব্যাপক শোডাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৩
অ- অ+

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এ র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।

এ কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাপক শোডাউন করেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। তার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন যাত্রাবাড়ী ও ডেমরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন বাদ জুমআ রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিশাল মিছিল নিয়ে নবীউল্লাহ নবী নয়াপল্টনের জনস্রোতে মিলিত হন। এসময় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে ফেস্টুন-প্ল্যাকার্ডে সুসজ্জিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগোনে প্রকম্পিত হয় রাজপথ।

র‍্যালি শুরুর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা