সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণে মা-বাবা ও শিশুসহ তিন সন্তান দগ্ধ

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের মা-বাবা ও শিশুসহ তিন সন্তান দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) এবং তাদের সন্তান তামিম (২২), রোকন (১৪) ও আয়েশা (১)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।
ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরে সূত্রাপুর এলাকা থেকে রিপনকে ৬০ শতাংশ, চাঁদনীকে ৪৫ শতাংশ, রোকনকে ৬০ শতাংশ, তামিমকে ৪২ শতাংশ ও শিশু আয়েশাকে ৪৩ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সবার শ্বাসনালি পুড়ে গেছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে দগ্ধ রিপন পেশায় ভ্যানচালক।
রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘ভোররাত সাড়ে তিনটার দিকে হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় রিপনের পরিবারের পাঁচজন। চিকিৎসক বলছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন রিপনের মামা।
(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

মন্তব্য করুন