‘বাচসাস’-এর নির্বাচন কমিশন গঠন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৯| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৯
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ।

মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির কাছে এক যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

এসময় বিদায়ী কমিটির সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিতে। আশা করছি, নতুন কমিটি সদস্যদের প্রত্যাশানুযায়ী বাচসাসকে আরও গতিশীল করে তুলবে। আমরা সব সময় নতুন কমিটির পাশে আছি।’

বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘বাচসাস একটি পরিবার। এই পরিবারের ঐক্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনের সদস্যদের মতামত ও পরামর্শ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাবো।’

যৌথ সভা শেষে বাচসাস-এর নীতিমালা অনুযায়ী, নবনির্বাচিত কমিটি আগামী ২০২৬-২৮ মেয়াদের ৫ সদস্যর নির্বাচন কমিশন গঠন করে। এতে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এরফানুল হক নাহিদ।

কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন— জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আবুল হোসেন মজুমদার, আমিনুল ইসলাম রাজু ও হাফিজুর রহমান সুরুজ।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা