ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৬:২০
অ- অ+

রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনে এক ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বংশাল থানাধীন সিদ্দিক মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বংশালের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ ছাড়া তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তাপস কর্মকার আরো জানান, পরদিন তারই অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বংশাল থানায় একটি মামলা হয়। সেই মামলায় সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজ ঢাকার বাদামতলী ও বংশাল এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের অর্থের জোগানদাতা। এ ছাড়া নিরীহ ছাত্রকে হত্যার অন্যতম আসামি। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন সিরাজ।

এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন সিরাজ। এ ছাড়া রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিনিধি মেহেদি হাসানের ওপর হামলা, গ্রেপ্তার ১
অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা