‘অতিরিক্ত পড়াশোনার চাপে ক্লান্ত আমি’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

বরিশাল ব্যুরো
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ০৮:৪৯| আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৩২
অ- অ+

অতিরিক্ত পড়াশোনার চাপে হতাশায় ভুগে চিরকুটে ‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি’ লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ছাত্র সজীব বাড়ৈ। নিজেই শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার বিকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাতে হতাশায় ভুগে বিষাক্ত ইনজেকশন নিজ শরীরে পুশ করলে সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সজীব বাড়ৈ শেবাচিমের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার সহপাঠীরা বর্তমানে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করলেও সজীব তৃতীয়বর্ষেই আটকে ছিলেন।

মারা যাওয়ার আগে তিনি চিরকুটে লিখে গেছেন, “নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।”

সজীবের রুমমেট সুমন হালদার বলেন, “পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে মেডিকেল স্টুডেন্ট সজীব বাড়ৈ। পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে প্রায় সময়ই অসুস্থ হতেন সজীব। তৃতীয়বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত সে। যার কারণে গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ক্লোনাজিপাম+ ফ্লুক্সেটিন গুড়া করে শিরা দিয়ে রুটে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয় জানতে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৫মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম কেনা যাবে, জানালো বিটিআরসি
বনানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা