ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো আশ্বাস পায়নি বিএনপি।
শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ৫০ মিনিট স্থায়ী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ থেকে বেরিয়ে এসে কথা বলার সময়ে এরকম জবাব আসে।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে ‘কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘স্পেসিফিক কোনো কথা হয় নাই, উনি (প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানাননি। আমরা আমাদের দাবিগুলো উনাকে লিখিতভাবে জানিয়ে এসেছি। হয়তবা উনারা প্রেসের মাধ্যমে জানাবেন ‘
আপনারা আলোচনায় সন্তুষ্ট কিনা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনই প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। উনারা প্রেস প্রতিক্রিয়া জানালে আমরা পরে জানাব।’
প্রতিনিধি দলের নেতা স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের আলোচনার মধ্যে আসছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা বলেছি, একটা সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। কারণ সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করেছি, এই সরকার সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সংস্কার দেবে। সেটা চলমান থাকবে। আমরা যদি ভবিষ্যতে জনগণ ক্ষমতায় বসায় আমরা চলমানভাবে সংস্কারগুলো বাস্তবায়নে প্রচেষ্টা নেবো।’
তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্রুত রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপরে বর্তাবে।’
সম্প্রতি বিভিন্ন গুজব সম্পর্কে খন্দকার মোশাররফ বলেন, আমরা বলেছি যে, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টা পদত্যাগ চায়নি বরং প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।
সালাহ উদ্দিন আহমেদ জানান, বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগের দাবি দু্ই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তাদের কর্মকাণ্ডের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে বলে আমরা বলেছি।
রাত সাড়ে পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেন তার তিন সহকর্মীকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। ৮টা ৩৫ মিনিটে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন খন্দকার মোশাররফ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে উপদেষ্টাদের মধ্যে ছিলেন- স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪মে/জেবি/এমআর)

মন্তব্য করুন