পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ২৩:৫৯| আপডেট : ২৫ মে ২০২৫, ০০:০৭
অ- অ+

গুলশান, বনানীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব বাড়ির পয়ঃবর্জ্য সরাসরি সিটি করপোরেশনের স্টর্ম ড্রেনেজ হয়ে খাল, লেক কিংবা জলাশয়ে যায় সেসব বাড়ির দেয়ালে লাল রং করে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার রাজধানীর গুলশান সোসাইটি লেকপার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটির উদ্যোগে গণশুনানী ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজউকের দেওয়া প্ল্যান অনুসারে প্রত্যেক বাড়িতে সেফটিক ট্যাঙ্ক থাকার কথা। গুলশান-বনানীর যেসব বাড়িতে সেফটিক ট্যাঙ্ক না থাকায় পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সিটি করপোরেশনের স্টর্ম ড্রেনে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার পরেই সেসব বাড়ির দেয়ালে লাল রং করে চিহ্নিত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদ উল আজহার পর গুলশান, বনানী এলাকার রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এসময় তিনি আসন্ন কোরবানির বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার জন্য সোসাইটির সহায়তা চান। বলেন, ঈদের পরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুনর্বন্টন করে সোসাইটিসমূহকে এসব দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, সবার অংশগ্রহণের মাধ্যেম একটি ন্যায্য শহর গড়ে তুলতে হবে। বিশেষ করে ডিএনসিসির সাথে নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অবকাঠমো উন্নয়ন করে আধুনিক বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে।

তিনি এসময় বলেন, বিমানবন্দরের পাশে একটি আরবার রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।

সভায় উপস্থিত এলাকাবাসীর এক প্রশ্নের জবাবে হোল্ডিং ট্যাক্স বিষয় ডিএনসিসি প্রশাসক বলেন, এখন থেকে নগরবাসী ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের ট্যাক্স হিসেব করতে পারবেন।

এসময় তিনি উপস্থিত নগরবাসীর নানা সমস্যার কথা শোনেন এবং তার দ্রুত সমধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিবৃন্দ।

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা