ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ২১:৪৯
অ- অ+

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

শনিবার বিকালে এ আদেশ দেন জামালপুর জেলা জজ আদালতের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক রোকসানা পারভীন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা ১০ হাজার কোটি টাকার মানহানি মামলায় তাকে ও নাহিদ হেলালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান।

মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি লায়ন মো. রুমেল সরকার বলেন, আমি প্রত্যাশা করি আদালত ওইদিন পুলিশকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেবেন। মুরাদকে দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা জজ আদালতে দুজনকে আসামি করে মামলা করেন বাদী রুমেল সরকার। ২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পানসিয়ানা ইউটিউব চ্যানেলের উপস্থাপক নাহিদ হেলালকে মামায় দুই নম্বর আসামি করা হয়।

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলো সরকার
কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়াল, বেড়েছে সবজির দাম
ভরা মৌসুমে ইলিশের বাজারে আগুন, ভোক্তারা হতবাক
নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ, বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা