শেখ হাসিনার আমলে হওয়া নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ২২:৪০
অ- অ+

শেখ হাসিনার আমলে হওয়া সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের একথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিন সাক্ষাতে এনসিপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি। তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি- তিনি যেন তার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।

তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তাদেরকে যে সঞ্চয়পত্র এবং ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এখনও দেওয়া হয়নি। এ কাজটি দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনগুলো অবৈধ ঘোষণা হলে এ সংকট আর হবে না।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি।

এরআগে রাত সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন— দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক 
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা