তিন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, অথবা বন্ড সই: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৮:৫৫| আপডেট : ২৪ মে ২০২৫, ১৯:০৮
অ- অ+

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ অথবা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না মর্মে লিখিত বন্ড দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ইশরাক বলেন, ‘তিনজন পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি বন্ডে সই করতে হবে, তারা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না। এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে সম্ভাব্য কোনো হুমকি থাকলে তা জানা যায়।’

এরআগে গত বৃহস্পতিবার বিকালে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্রপ্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের: কাদের গনি চৌধুরী
‘জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে’
শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা