বনানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি এখনো।
ওসি রাসেল সরোয়ার বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।”
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/এলএম/এফএ)

মন্তব্য করুন