চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১২:০৯| আপডেট : ২৫ মে ২০২৫, ১২:২৩
অ- অ+

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। জব্দ রেণু পরবর্তীতে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেণু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে এই রেণু অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

চিংড়ি রেণুসহ দেশীয় প্রজাতির সকল রেণু পোনা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
দিনাজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
বিপাশা বসুকে দেখে হতবাক নেট দুনিয়া!
সেদিন দূরে নয়, যখন আমরা দেশের সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারবো: এম সাখাওয়াত হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা