সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১৪:১৬| আপডেট : ২৫ মে ২০২৫, ১৪:৪৬
অ- অ+

সাতক্ষীরার আশাশুনি সড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিশু মোস্তাকিম তার মা ও নানির সঙ্গে খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে সাতক্ষীরায় ডাক্তার দেখাতে ইজিবাইকে করে আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার 
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
এএনএইচ গ্রুপের এমডির বিরুদ্ধে নারী নির্যাতন ও পিতৃত্ব অস্বীকারের অভিযোগ
মেয়র হিসেবে শপথ নিতে রিট করেননি ইশরাক হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা