কসবা সীমান্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১১:২৯| আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৩৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিচ্ছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন ছররা গুলি ছোড়া হয়। পরে তাদের মধ্যে দুজনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এছাড়া আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য। এই সীমান্ত দিয়ে চোরাচালানি নিয়মিত বিষয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দুজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আরো বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
দিনাজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
বিপাশা বসুকে দেখে হতবাক নেট দুনিয়া!
সেদিন দূরে নয়, যখন আমরা দেশের সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারবো: এম সাখাওয়াত হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা