আ.লীগ নেতা কাজী এনামুল হক শামীম ঢাকায় গ্রেপ্তার

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এনামুল হক শামীম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
শনিবার বিকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বিকাল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী পৌঁছালে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শর্টগান দিয়ে আক্রমণ করে ২৭ জনকে জখম করেন।
ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপন, কাজী এনামুল হক শামীমসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে বিবাদী করা হয় মামলায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়া থানার আবেদনের প্রেক্ষিতে কাজী এনামুল হক শামীমকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর ও কচুয়ায় একাধিক মামলা রয়েছে। ঢাকা থেকে তাকে চাঁদপুরে আনা হবে।”
(ঢাকাটাইমস/২৫মে/এফএ)

মন্তব্য করুন