রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ০৯:২০| আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৪২
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি ভরাটের জন্য খনন করা ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো— মোহাম্মদ আনাস (৭) ও ইয়াছিন আরফাত (৫)।মোহাম্মদ আনাস উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে। ইয়াছিন আরফাত একই এলাকার মো. ফোরকানের ছেলে। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সরফভাটা ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, তারা ভূমিরখীল রাইজিং স্কুলের পূর্ব পাশে সাবের সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা। এদিন বিকাল সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়েছিল। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশের মাটির জন্য খননকৃত ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আম গাছ রয়েছে। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানিভর্তি হয়ে সমতলের সাথে একাকার হয়ে গেছে। শিশু দুটি সম্ভবত তা টের না পেয়ে দুর্ঘটনাবশত সেখানে পড়ে প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল বলে ধারণা করা যায়। তাদের একজনকে উদ্ধার করে হাসপাতালেও নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম কেনা যাবে, জানালো বিটিআরসি
বনানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা