রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৪:৫০| আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:০২
অ- অ+

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন লেগেছে।

শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খবর আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।”

বাসটি ময়লার ডিপোর পাশে দাঁড়িয়ে ছিল বলে জানান তিনি।

কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা