বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য: হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৭| আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৯

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে তার সঙ্গে সাক্ষাকালে এ আশ্বাস দেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাৎকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন