মাদারীপুরে পেলো প্রাণ ‘মরা ইটেরপুল খাল’ 

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৯| আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৯:২৩
অ- অ+

মাদারীপুর পৌর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় খালের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে মাদারীপুরে এসেছে ‘বিডি ক্লিন’র প্রায় শতাধিক সেচ্ছাসেবক। তারাই এ খালের ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় পরিষ্কার করেন।

শুক্রবার সকাল ১০টায় মন্টারপোল এলাকায় খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তানিয়া ফেরদৌস।

এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি। এসময় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরও এ কাজে সহযোগিতা করেন।

বিডি ক্লিনের সব সদস্যরা প্রথমে ইটেরপুল খালের আহমাদিয়া কামিল মাদ্রাসার সামনে জড়ো হন। এরপরে শপথ বাক্য পাঠ করে মন্টারপোল এলাকা থেকে নেমে পড়ে খালের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে। এসময় অন্তত তাদের শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী এই কাজ করেন। ময়লা-আবর্জনাপূর্ণ এ খালের কচুরিপনা, ময়লার স্তূপ, পলিথিন, মরা গাছসহ নোংরা আবর্জনা পরিষ্কার করেন। তখন উৎসুক জনতা তাদের এ কাজে প্রংশসা করেন।

জানা গেছে, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে পৌর শহরের ইটেরপুল থেকে খালটি শুরু হয়ে পাথুরিয়ারপাড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত। এই খাল ঘিরে এক সময় মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো। তবে বর্তমানে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ময়লা আর আবর্জনার এসে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল এই খালটি। ফলে খালটি উদ্ধার আর পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার। এমন উদ্যোগকে আমন্ত্রণ জানান সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’।

এদিকে জেলার বিভিন্ন নদ-নদী পরিষ্কারের পাশাপাশি পর্যটন এলাকা শকুনি লেককেও আরও আর্কষণীয় করতে বিডি ক্লিনকে সঙ্গে নিয়ে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসন।

কুকরাইল এলাকার বাসিন্দা ও সাংবাদিক এসএম আরাফাত শরীফ বলেন, ‘এ খালটি প্রায় মরেই গিয়েছিল। সরু আর আবর্জনায় পানি প্রবাহ প্রায় বন্ধই হয়েছিল। তবে এখন বিডি ক্লিন যে কাজটি করলো, তাকে হয়ত খালে প্রাণ ফিরে পাবে। তাই বিডি ক্লিনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আগামীতেও এমন উদ্যোগ নিবেন বলে আশা রাখি।’

পরিষ্কার অভিযানের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ‘খালটি সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। বিডি ক্লিনের সদস্যরা এই খালের নর্দমা পরিষ্কার করে যে উদারতার দেখিয়েছেন, তা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর নিজ নিজ ময়লা-আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলে নিজের আঙিনার পাশাপাশি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে।’

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
দার্শনিক শিল্পপতি সুফি মিজানুর রহমান: পুরুষোত্তম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা