হবিগঞ্জে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ২২:০৬
অ- অ+

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবি দাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ( অক্টোবর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন রবিদাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবিদাসের ছেলে। তবে তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করছেন।

মঙ্গলবার ( অক্টোবর) বিকালে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরের তার নিজ বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

আজমিরীগঞ্জ থানার (ওসি) ,বি,এম মাঈদুল হাছানও বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা