দিনাজপুরে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম

সন্তান দেশ ধ্বংস নয় বাবার হারানো মর্যাদা প্রতিষ্ঠা করেছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ২১:৩৫
অ- অ+

সন্তান আগে হাঁটায় দেশ ধ্বংস হয়নি, বরং গুলির সামনে বুক পেতে দিয়ে বাবার হারানো মর্যাদা ফিরিয়ে এনেছে সন্তান- এমনটাই বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার ( নভেম্বর) বিকেলে চব্বিশের ছাত্র-জনতা অভ্যুত্থানে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত। বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিএনপির নেতা মির্জা আব্বাসের একটি বক্তব্য উদ্ধৃত করে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘উনি বলেছেন পিতার আগে সন্তান হাঁটলে নাকি দেশ ধ্বংস হয়ে যায়। আমরা বিনয়ের সাথে ওনাকে বলতে চাই- পিতা যখন ১৬ বছর তার রাজনীতি থেকে বঞ্চিত হচ্ছিল, পিতাকে যখন রাস্তায় নামতে দেওয়া হচ্ছিল না, তখন আগস্ট সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি, বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।’

আগামী দিনের বাংলাদেশে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস বলেন, ‘ফ্যাসিবাদী রাজনীতি বন্ধ করতে হবে। আমরা শোডাউন চাই না, চাই নতুন নেতৃত্ব। আমরা যদি আগামী বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব চাই, আমরা যদি মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব চাই, তাহলে আবারও ছাত্র সংসদ নির্বাচন দিয়ে নেতৃত্ব গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন, তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা