চল্লিশোর্ধ্ব নারীর যৌনজীবন কেমন হয়? দেখুন বিদ্যা কী বলেন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৩:০২
অ- অ+

বলিউডে স্পষ্টভাষী হিসেবে বেশ পরিচিতি রয়েছে ‘ডার্টি পিকচার’ খ্যাত নায়িকা বিদ্যা বালানের। যেকোনো বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার যৌনতা ও সঙ্গম নিয়ে মুখ খুললেন ৪৫ বছর বয়সি অভিনেত্রী।

যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে আজও যৌনতা এবং সঙ্গম নিয়ে কোনো মন্তব্য করতে অন্তত দুইবার ভাবেন বলিউডের অন্য নায়িকারা। সেখানে এর আগেও যৌনতা নিয়ে নিজের মতামত পেশ করেছেন বিদ্যা। ফের তিনি এ নিয়ে কথা বললেন।

ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠতেই নিজের যৌনজীবনের বেশ কিছু গোপন কথা কোনো দ্বিরুক্তি ছাড়াই প্রকাশ করেন বিদ্যা।

জোর গলায় অভিনেত্রীর দাবি, ‘যারা বলেন চল্লিশের কোঠা পেরোনোর পর একজন নারী আরও দুষ্টু হয়ে যান, একেবারেই ঠিক বলেন। আমি সহমত তাদের সঙ্গে! শুধু দুষ্টু নয়, এ সময় অনেক বেশি আকর্ষণীয় এবং আবেদনময়ী হয়ে ওঠেন নারীরা।’

এর পরই বোমা ফাটান বিদ্যা। বলে ওঠেন, ‘আসলে মেয়েদের রীতিমতো শেখানো হয়, সঙ্গম ব্যাপারটা আনন্দের জন্য নয়। বয়স বেড়ে চলার সঙ্গে নারীদের অনেক বেশি আকর্ষণীয় লাগার বীজ এই কথাতেই পোঁতা রয়েছে।’

নায়িকা বলেন, ‘ঠিক এ কারণেই চল্লিশ পেরোনোর পরই ধীরে ধীরে অনেক বেশি সাহসী আর বেপরোয়া হয়ে ওঠেন নারীরা। কোনো কিছুতেই তেমন ভয় থাকে না তাদের। যৌনতা এবং সঙ্গম যে তাদের জন্য দারুণ আনন্দের, এ কথা তখন উপলব্ধি করেন নারীরা!’

এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে বিদ্যা বালান বলেন, ‘ধরুন আমি। চলিশ পেরোনোর পর মনে হয় যেন বয়স আমার কমেছে। আগে যেমন মানুষ হিসেবে প্রচুর আগল ছিল আমার, সেসব এখন নেই। সিরিয়াস ব্যাপারটাই ভাগিয়ে দিয়েছি।’

বিদ্যা বলেন, ‘যখন কুড়ির কোঠায় ছিলাম তখন স্রেফ স্বপ্নের পেছনে ছুটতাম। তিরিশে এসে ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করা শুরু করেছিলাম। আর এখন চল্লিশ পেরোনোর পর জীবনটাকে চুটিয়ে উপভোগ করছি আর সুন্দরভাবে বাঁচার চেষ্টা করছি।’

ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন ২০১২ সালের ১৪ ডিসেম্বর ইউটিভি মোশন পিকচার্সের সিইও প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। এর আগে তারা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রায় থাকছেন।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা