বিএনপির শোভাযাত্রায় শেখ হাসিনার খাঁচাবন্দি রূপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:২৪| আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৯
অ- অ+

কাচা-পাকা চুল, চোখে কালো চশমা, টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজে এক নারী খাঁচাবন্দি অবস্থায়। দূর থেকে দেখতে অবিকল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কাছে গেলেই বিষয়টি পরিষ্কার হচ্ছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় শেখ হাসিনার প্রতীকী রূপ নিয়েছেন কেউ, যার মুখে রক্তরাঙা বড় বড় দুটি দাঁত ও মাথার ওপরে শিং লাগিয়ে দানবীয় রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

শুক্রবার বিকালে বিএনপির শোভাযাত্রায় শেখ হাসিনার এই প্রতীকী রূপ দেখা যায়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এই র‌্যালি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‌্যালিটি জাতীয় সংসদের দক্ষিণ গেট এলাকায় শেষ হওয়ার কথা।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল ১১টার দিকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুল নেতাকর্মী মিছিলে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। দুপুর নাগাদ নয়াপল্টন এলাকা লোকারণ্য হয়ে যায়।

বিকালে শোভাযাত্রা উদ্বোধনের পর স্লোগানে স্লোগানে এটি শেষ গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। শোভাযাত্রার একটি অংশে শেখ হাসিনার প্রতীকী রূপ নেওয়া খাঁচাবন্দি ওই নারীকে দেখা যায়, যিনি কিছুক্ষণ পর পর করজোড়ে ক্ষমা চাচ্ছেন। তাকে বন্দি করা লোহার খাঁচার চারপাশে রয়েছে বেশকিছু ছোট ছোট পোস্টার। এসব পোস্টারে লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সাথে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারী হত্যা করি’, ‘আমি বিশ্বের সেরা দুর্নীতিবাজ’, ‘আমি সকাল সন্ধ্যা মিথ্যা বলি’ এমন লেখা।

খাঁচাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপহাস করতে দেখা যায় বিএনপি কর্মীসমর্থকদের।

শোভাযাত্রাটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, হয়ে এই মুহূর্তে ফার্মগেট অবস্থান করছে।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে গেছেন কেউ, মিলছে না পরিচয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা