পুবাইলে গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৫| আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:১১
অ- অ+

গাজীপুরের পুবাইলের চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন (৩২) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার টঙ্গীর মরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম আবির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে চাঁন মিয়া (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাঁওগাঁও গোলাম মোস্তাফা (২৯) ও শেরপুরের ঝিনাইগাতী থানার খরাইয়া পাড় গ্রামের মো. জব্বারের ছেলে আমির হামজা (২৩)। তারা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুবাইলের বসুগাঁও এলাকায় ৩ নভেম্বর সন্ধ্যায় রাজিবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ নভেম্বর সকালে তিনি মারা যান।

এঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‌্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁন মিয়া জানা, তার স্ত্রী কোহিনুর বেগম তাকে তালাক দিয়ে নিহত রাজিবকে বিয়ে করেন। সেই ক্ষোভের বশে তিনি তার সহযোগীদের নিয়ে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাজিবকে হত্যা করেন। গ্রেপ্তাকৃত আসামিদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা