মোহাম্মদপুরে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের রাজ হত্যাকাণ্ডসহ ছয় মামলার আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তর করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।
শিহাব করিম বলেন, “গত ১ নভেম্বর মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় মো. আরমান ওরফে বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় রাস্তায় চলাচলরত রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হয়।”
আহত রাজকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরমানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এফএ)
মন্তব্য করুন