পাবনায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৮
অ- অ+

পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে একটি অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার মোশাররফ মোল্লার ছেলে সাকিব মোল্লা ও একই থানার পদ্মবিলা এলাকার আশিক হোসেন এবং ফাহাদ হোসেন। তবে আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন।

করেছেন।

পাকশী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৪টার দিকে দাশুড়িয়া থেকে ছোট কাভার্ডভ্যান পাবনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা পরপর দুটি মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পেছনে থাকা অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন জানান, কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছে। আমরা নিহতদের পরিচয় শনাক্তের পর তাদের পরিবার ও স্বজনদের খবর দিয়েছি। তবে আহতদের পরিচয় মেলেনি। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হবে।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিনিধি মেহেদি হাসানের ওপর হামলা, গ্রেপ্তার ১
অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা