দেশের বাজারে হিরোর ১২৫ সিসির স্পোর্টি বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৪০
অ- অ+

দেশের বাজারে ১২৫ সিসির নতুন মোটরসাইকেল নিয়ে এল হিরো মটোকর্প। স্পোর্টি লুকের ও এবিএস ব্রেকিং সিস্টেমের এই মোটরসাইকেলটির মডেল এক্সট্রিম-১২৫ আর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উদ্বোধন করা হয়।

হিরো বলছে, এক্সট্রি- ১২৫ আর জেনারেশন-নেক্সট গ্রাহকদের উচ্চাকাঙ্ক্ষী গতিশীলতার চাহিদাকে মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি করা।

মোটরসাইকেলটিতে রয়েছে এলইডি লাইট, চওড়া টায়ার এবং ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এতে গিয়ার পজিশন ইন্ডিকেটরসহ এলসিডি ক্লাস্টার রয়েছে। এছাড়াও রয়েছে স্মার্ট কানেকটিভি।

এতে রয়েছে প্রশস্ত ১২০/৮০ সেকশনের পেছনের টায়ার। ৩৭ মিলিমিটার ডায়া ফ্রন্ট সাসপেনশন। সেভেন স্টেপ অ্যাডজাস্টএবল মনোশক আরামদায়ক অনুভূতি নিশ্চিত করবে।

এসব বৈশিষ্ট্য ছাড়াও বাইকটিতে ২৭৬ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক ব্রেকসহ এতে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। রয়েছে একটি হ্যাজার্ড ল্যাম্পও রয়েছে। যা প্রতিকূল পরিস্থিতিতে আরোহী এবং মোটরসাইকেলের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে।

এক্সট্রিম ১২৫ আর মোটরসাইকেলটি দাম ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, এটি আমাদের জন্য একটি নতুন সেগমেন্ট হবে। আমরা নিশ্চিত যে সারা দেশের তরুণরা এই স্টাইলিশ এবং প্রযুক্তি-চালিত পণ্যটির প্রশংসা করবে।

২০১৪ সাল থেকে হিরো মটোকর্প লিমিটেড এবং নিটল নিলয় গ্রুপের যৌথ উদ্যেগে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত একটি ম্যানুফ্যেকচারিং ফ্যাক্টরি স্থাপন করে যশোরে। এক্সট্রিম-১২৫ আর মোটরসাইলটিতে এখানেই তৈরি। বাংলাদেশে হিরোই একমাত্র কোম্পানি যারা প্রত্যেক মডেলে নিশ্চিত করছে ৫ বছরের ওয়ারেন্টি।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন সিজন-০২
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা