চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯
অ- অ+

আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক মোহাম্মদ নবি। পাঁচ বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত খেলে যাচ্ছেন আফগানিস্তানের তারকা এই অলরাউন্ডার। তবে বয়স ও টি-টোয়েন্টি ক্রিকেটের বিবেচনায় এবার ওয়ানডে থেকেও অবসর নিতে যাচ্ছেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দেবেন নবি। এমন বয়সে এসেও পারফরম্যান্সের ধার কমেনি আফগান তারকার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দলের সেরা ব্যাটার ছিলেন তিনি। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে স্বাগতিকরা যখন ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে তখন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে হাল ধরেন নবি। খেলেছেন ৮৪ রানের অনবদ্য ইনিংস।

বোলিংয়েও এক উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। তবে আফগানিস্তানের জার্সিতে নবির এমন পারফরম্যান্স খুব বেশি দেখা যাবে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।’

ওয়ানডে থেকে অবসর নিয়ে নবির টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়ই। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত সময় পার করছেন নবি। আগামী জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি।

২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবির। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট।

(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা