বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু 

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৫১
অ- অ+

যশোরের বেনাপোল বন্দরে দিনেশ চান যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাকচালকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার তিনি ভারত থেকে তুলার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনাপোল বন্দরে ২৫ নম্বর শেডে টিটিআই এসিড মাঠে তুলাবোঝাই ট্রাকটি রাখেন।

নিহত ট্রাকচালক দিনেশ চাদঁ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসার পর ভারতীয় এক ট্রাকচালক স্ট্রোক করে সকালে তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারকে জানায়। পরে বন্দর পরিচালক ভারতের পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে বিষয়টি জানান। তবে ধারণা করা হচ্ছে ট্রাকের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বন্দরে ভারতীয় একজন ট্রাক চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ওই ট্রাকচালকের মরদেহ হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা চার হারে কোণঠাসা ম্যানসিটি, উড়ছে লিভারপুল
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা