শরীয়তপুরে ৩০ আ.লীগ নেতাকর্মী কারাগারে

শরীয়তপুর, প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ২২:৩৫| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:০২
অ- অ+

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গৈড্যা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আয়শা আক্তার এ আদেশ দিয়েছেন।

এর আগে বিএনপি কর্মী মেহেদী হাসান ৪৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করলে বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা দাস বাড়ি মন্দির ভেঙে ফেলবে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হুমকি দিলে ওই দিন সকাল থেকে মেহেদী হাসানসহ বিএনপি নেতাকর্মীরা মন্দিরে পাহারা দেন। এ সময় তাদের ওপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জব্বার রাড়ীর নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন সিজন-০২
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার 
বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা