শরীয়তপুরে ৩০ আ.লীগ নেতাকর্মী কারাগারে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গৈড্যা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আয়শা আক্তার এ আদেশ দিয়েছেন।
এর আগে বিএনপি কর্মী মেহেদী হাসান ৪৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করলে বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা দাস বাড়ি মন্দির ভেঙে ফেলবে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হুমকি দিলে ওই দিন সকাল থেকে মেহেদী হাসানসহ বিএনপি নেতাকর্মীরা মন্দিরে পাহারা দেন। এ সময় তাদের ওপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জব্বার রাড়ীর নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)

মন্তব্য করুন