কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার গুঞ্জর এবং পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার দুই মেয়ে সামিয়া (১৩) ও সামিবা (৭) এবং উপজেলার পাঁচকিত্তা গ্রামের রিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঞ্জর গ্রামের সোহেল মিয়ার বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে যায় তার ছোট দুই মেয়ে। তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে বড় মেয়ে সামিয়া। এসময় চার বছরের ছোট মেয়েকে উদ্ধার করে মেজো মেয়ে সামিবাকে উদ্ধার করতে যায় সামিয়া। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেজো মেয়েকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিয়া। ওই দিকে সোহেল মিয়ার স্ত্রী মেয়েদের দুপুরের খাবার খাওয়ার জন্য খুঁজতে বের হন। খুঁজতে গিয়ে তিনি দেখেন ড্রেজারের গর্তের পানিতে সামিয়া ও সামিবা ভাসছে। তা দেখে সোহেল মিয়ার স্ত্রীর চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিয়া ও সামিবাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, ‘পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।’

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
ঊর্মির জামিন: সরকারকে ধন্যবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা