সাবেক এমপি বাহারের নতুন ছবি সমাজমাধ্যমে ভাইরাল
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নতুন ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ইব্রাহিম সোহেল নামের একটি ফেসবুক পেইজে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ছবিটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয় - ‘কুমিল্লার সাবেক সম্রাট আজ ফেরারী আসামি।’
এরপর থেকেই, ছবিটি কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ও সাংবাদিকদের গ্রুপে চালাচালি হচ্ছে। বিশেষ করে এমপি বাহারের সমর্থকদের গ্রুপে এটি বেশি পাওয়া যাচ্ছে। তার ওপর ক্ষুব্ধ সমর্থকরা ছবিটি নিয়ে নানান মন্তব্য করছেন নিজেদের মধ্যে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান কুমিল্লার সদর আসনের সাবেক এমপি বাহার। পরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের কলকাতায় আশ্রয় নেন তিনি ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা। ভারতে পালানোর কিছুদিন পর বাহার ও সূচনার পৃথক দুটি ছবি প্রকাশ পায়। এ নিয়ে বেশ আলোচনা চলতে থাকে।
দীর্ঘদিন পর আরও একটি ছবি প্রকাশ্যে এল কলকাতায় পালিয়ে থাকা সাবেক এই এমপির। এতে দেখা যায়, তার গায়ে সাদা শার্ট, বুকপকেটে চশমা। মাথায় কালো ক্যাপ পরিহিত বাহাউদ্দিন বাহার কারও কাঁধে হাত রাখার ভঙ্গিতে বসে আছেন। তার থুতনিতে ধবধবে সাদা দাড়ি।
আত্মগোপনে যাওয়ার পর সাবেক এমপি বাহারের দাড়ির রংও পাল্টে গেছে। আগে সব সময় তার মুখে লাল রঙের দাড়ি শোভা পেত। ৫ আগস্টের পর দাড়ি ছেটে ফেলেন তিনি। এরপর দাড়ি বড় হলেও সেখানে আর লাল রঙ দেখা যায়নি। এছাড়া দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগতে থাকা বাহারের চোখ দুটিও সামান্য ছোট দেখা গেছে ছবিতে।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/মোআ
মন্তব্য করুন