ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:০৪
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আঙুলের চোট পান মুশফিকুর রহিম। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে ছিটকে গেছেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও বাদ পড়লেন মুশফিক। জাতীয় নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকেটপোর্টাল ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর থেকে। আর মুশফিকের সেরে উঠতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। যার ফলে টেস্টে পাওয়া যাবে না তাকে। তবে ওয়ানডে সিরিজে মুশফিকের ফেরার প্রত্যাশা করা হচ্ছে।

বৃহস্পতিবার মুশপিকে চোট প্রসঙ্গে বিসিবি ফিজিও দেবাশীষ চৌধুরী বিবৃতিতে বলেছিলেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে মুশফিক বাম হাতের তর্জনীতে চোট পান। এক্স-রের পর দেখা গেছে আঙুলে ফ্র্যাকচার রয়েছে তার। এখন বিসিবির চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। ফলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার।’

আর এবার জানা গেলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হবে না তার। বিসিবির এক নির্বাচকের উদ্ধৃতি দিয়ে ক্রিকবাজ লিখেছে, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন না। রিকভারি করতে তার অন্তত এক মাস সময় লাগবে। ওয়ানডের ক্ষেত্রে সময় থাকবে। সে অনুযায়ী সিদ্ধান্ত নিবে বিসিবি।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে ১১ নভেম্বর। এরপর অ্যান্টিগায় গিয়ে ৪ দিনের একটি ওয়ার্মআপ ম্যাচ শেষে ২২ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। জ্যামাইকায় পরের টেস্টটি ৩০ নভেম্বর। এই সিরিজে খেলতে না পারলেও আশা করা হচ্ছে মুশফিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন।

৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই সেন্ট কিটসে। এরপর ১৬ ডিসেম্বর শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ। ২০ ডিসেম্বর যার সমাপ্তি হবে কিংস্টনে। মুশফিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন।

(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা