ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘তিতাস’ এর নেতৃত্বে লিমন-রবিন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ২১:৩৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিমন হাসান ও সাধারণ সম্পাদক পদে শহিদুজ্জামান রবিন।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর শীর্ষ নেতৃত্ব নির্বাচন।

এ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীরা ছিলেন ভোটার। ভোট গ্রহণ পর্ব শেষে সংগঠনের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক তমাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে লিমন হোসেন আসলি মোরগ মার্কা নিয়ে সর্বাধিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুক্তার হোসেন ছানামুখী মার্কা নিয়ে ১৩৫ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে শহীদুজ্জামান রবিন টেপা পুতুল মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ মিয়া তালের বড়া মার্কায় ৫১ টি এবং সুপ্রিম আহমেদ হৃদম বেতের টুপি ৪৭ টি ভোট পান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রবিন বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র কল্যাণ পরিষদ -তিতাসে আজ একটি উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু বছর পর কোন ছাত্র কল্যাণ সমিতিতে এমন নির্বাচন দেখা গেছে।’

তিনি বলেন, ‘আমি এবং আমার সঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা সকলে মিলে তিতাস কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
শ্রমিকরাও চাঁদাবাজদের জুলুমের শিকার: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা