ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
অ- অ+

কানপুর টেস্টের দুঃস্মৃতি হয়তো এখনও ভুলতে পারেনি বাংলাদেশ। কেননা ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্টের আড়াই দিন ভেসে গেছে বেরসিক বৃষ্টিতে। অর্ধেকটা সময় খেলা হলেও গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড ঘিরে ছিল সমালোচনা। এক মাস আগে শেষ হওয়া সেই টেস্টের আউটফিল্ডকে ‘অন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে কানপুরের স্টেডিয়ামের নামের পাশে।

গত ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেছে বাংলাদেশ-ভারত। ম্যাচটির বেশিরভাগ অংশই ভেসে গিয়েছিল বৃষ্টির কারণে। অত্যাধুনিক সুবিধা না থাকায় বৃষ্টির পর মাঠের আউটফিল্ড ছিল বেশ বাজে। বিষয়টি নিয়ে সেসময়ই সমালোচনা হয়েছিল বেশ। এবার আইসিসিও রেটিংও বলছে, ভেন্যু সন্তোষজনক ছিল না। অসন্তোষজনক রেটিং দেয়ার পাশাপাশি কানপুরের ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।

কানপুরের ওই ম্যাচে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ৭ উইকেটে হারিয়েছে ভারত। অবিশ্বাস্য, কারণে পুরো ম্যাচটিতে যে খেলা হয়েছে কেবল ১৭৩.২ ওভার। আর তার মধ্যে ১২১.২ ওভার খেলেছে। ভারত খেলেছে কেবল ৬২ ওভার। আর এই ৬২ ওভারেই তারা জয় ছিনিয়ে নিয়েছে।

ম্যাচের প্রথম দিন বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে কেবল ৩৫ ওভার খেলা গড়ায় মাঠে। এরপর বৃষ্টি এবং বাজে আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিন মাঠে নেমে বাংলাদেশকে ২৩৩ রানের মধ্যে অলআউট করে ব্যাটিংয়ে নামে ভারত। ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে সেদিনই আবার ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। শেষ ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৪৬ রানে। ৯৫ রানের লক্ষ্য ১৭.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে পেরিয়ে যায় ভারত।

বাংলাদেশ-ভারতের সিরিজে একটি ম্যাচের পিচকে অসন্তোষজনক রেটিং দেয়া হলেও সর্বশেষ ভারত-নিউজিল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচের পিচ ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে। এমনকি চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচকে রেটিং দেয়া হয়েছে 'খুব ভালো' পিচ হিসেবে। সিরিজের তিনটি ম্যাচেই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দুটি ভেন্যুই সন্তোষজনক রেটিং পেয়েছে। মুলতানে প্রথম টেস্টে পেস সহায়ক উইকেট বানিয়ে হারার পর শেষ দুই টেস্টেই স্পিন সহায়ক উইকেট বানায়। তবে মুলতান এবং রাওয়ালপিন্ডির দুই ভেন্যুই পেয়েছে সন্তোষজনক রেটিং। ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছে পাকিস্তান।

(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিনিধি মেহেদি হাসানের ওপর হামলা, গ্রেপ্তার ১
অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা