ভালুকা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১৯:০৮
অ- অ+

চতুর্থ ধাপে আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মো. গোলাম মোস্তফা পেয়েছেন দোয়াত কলম, মো. রফিকুল ইসলাম পিন্টু পেয়েছেন কৈ মাছ, মো. কামরুজ্জামান পিন্টু পেয়েছেন টেলিফোন, মো. রফিকুল ইসলাম (হাজী রফিক) পেয়েছেন আনারস, মো. মহিউদ্দিন (ইঞ্জিনিয়ার মহিউদ্দিন) পেয়েছেন মোটর সাইকেল, দেওয়ান ফেরদৌসুর রহমান পেয়েছেন কাপ পিরিচ ও মো. নজরুল ইসলাম সরকার পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মো. এজাদুল হক পারুল পেয়েছেন তালা, মো. আবুল হোসাইন খোকন পেয়েছেন উড়োজাহাজ, হোসাইন মো. রাজিব পেয়েছেন টিয়া পাখি, মোহাম্মদ আফরুজ্জামান পেয়েছেন মাইক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ পেয়েছেন বই, খন্দকার মওদুদ আহমেদ পেয়েছেন টিউবওয়েল ও হুমায়ূন আহমেদ পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মাহমুদা সুলতানা মুন্নি পেয়েছেন পদ্ম ফুল, মোছা. খাদিজা আক্তার পেয়েছেন কলস ও মোছা. শিউলী আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। (ঢাকা টাইমস/২০মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যানসার প্রতিরোধে কাজ করে ভেষজ ঔষধি মৌরি, শুক্রাণুর সংখ্যাও বাড়ায়
গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা