চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
![](/assets/news_photos/2024/05/20/image-354124.jpg)
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ধাপর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের নুরু ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ২টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ধাপর এলাকায় মৃত এলেম গাজীর গোয়াল ঘরের বেড়ার টিন খোলার শব্দ পেয়ে পরিবারের লোকজন চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী স্থানীয় গ্রাম পুলিশের বরাত দিয়ে জানান, গোয়াল ঘরের টিন খোলার শব্দ পেয়ে ওই ঘরের লোকজন বাহিরে এসে যুবককে ধাওয়া দেয়। পরে এলাকাবাসী তাকে ধরে পিটিয়ে হত্যা করে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি।
এদিকে নিহত যুবক রিয়াজ ফকিরের বাবা নুরু ফকির বলেন, আমার ছেলে চোর নয়, সে জেলে। মাছ ধরে বিক্রি করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/পিএস)।
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন