পায়রার নিজস্ব টার্মিনালে প্রথমবারের মতো পণ্য খালাস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ২০:৪৬| আপডেট : ২০ মে ২০২৪, ২২:৪১
অ- অ+

আজই শেষ হচ্ছে পায়রার নিজস্ব টার্মিনালে প্রথমবারের মতো পণ্য খালাস কার্যক্রম। এর আগে পাথরবাহী জাহাজ জেটিতে নোঙর করার মধ্য দিয়ে বন্দরের রাজস্ব আহরণে নতুন দ্বার উন্মোচিত হয়। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় পরীক্ষামূলকভাবে ‘এমভি জেইন’ নামের একটি মাদার ভেসেল টার্মিনালে ভিড়ে। উচ্ছ্বসিত আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল ইসলাম।

গত ১৫ মে (বুধবার) দুপুরে জাহাজটি ২৪ হাজার মেট্রিকটন পাথর নিয়ে পায়রার নিজস্ব জেটিতে নোঙর করে ২০ মে (সোমবার) পণ্য খালাস কার্যক্রম শেষ করে। এই কার্যক্রমের মধ্য দিয়ে পায়রায় সূচিত হলো নতুন এক অধ্যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মে জাহাজটি দুবাই এর ফুজারা বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায়। পরে আউটারে ২৬ হাজার ৫০০ মেট্রিকটন পাথর লাইটারের মাধ্যমে খালাস করে। ২৪ হাজার মেট্রিকটন পাথর নিয়ে প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে এ বছরের জুন মাসে বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ। এই টার্মিনালের জেটিতে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম শুরু হলে পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল ইসলাম বলেন, নিজ দেশের উন্নয়নমূলক কাজের জন্য মানসম্মত পাথর আমদানি করেছেন। স্বপ্নের পায়রা বন্দরে উন্নতমানের পাথর ব্যবহার করলে অবকাঠামোগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। বর্তমানে পাথর এনেছেন পরবর্তীতে অন্যান্য পণ্য আমদানি করবেন। বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেঘা প্রকল্পে পাথর সরবরাহ করে অনেক প্রশংসা কুড়িয়েছেন। পায়রা বন্দরে পাথর সরবরাহ করতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, পরীক্ষামূলকভাবে জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা