ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার বিকালে রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মতিঝিল শাপলা চত্বর ঘুরে টিকাটুলি মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহমেদ আরিফ, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর ইসলাম আজিজ, ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ সুত্রাপুর গেন্ডারিয়া ও ওয়ারী থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, রবিবার রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করার পর জামিন না মঞ্জুর করে ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এই মামলায় জামিনে ছিলেন ইশরাক। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
(ঢাকাটাইমস/২০মে/জেবি/এসআইএস)

মন্তব্য করুন