লজ্জার রেকর্ড থেকে বাঁচালেন মেহেদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লজ্জার রেকর্ডই গড়তে যাচ্ছিলো বাংলাদেশ দল। তবে শেষদিকে শেখ মেহেদি হাসানের ব্যাটে কোনোমতো সেই রেকর্ড থেকে বাঁচলো টাইগাররা। সবকটি উইকেট হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদরা সংগ্রহ করেছে মাত্র ৮৪ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের সর্বনিম্ন স্কোর ৭০ রান। ২০১৬ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিল এই লজ্জার রেকর্ড।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে আউট হন নাঈম শেখ এবং সৌম্য সরকার। ব্যক্তিগত ৯ রানে নাঈম এবং শূন্যরানে আউট হন সৌম্য সরকার।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে কটবিহাইন্ড হন মুশফিকুর রহিম। তিনিও কোনো রান করতে পারেননি। এরপর লিটন একপ্রান্তে খুঁটি গেড়ে খেলতে থাকলেও অপরপ্রান্তে দাঁড়াতেই পারছেন না কেউই।
অষ্টম ওভারের শেষ বলে দলীয় অধিনায়ক আউট হওয়ার পর নবম ওভারের প্রথম বলেই ফিরেছেন আফিফ হোসেন। আউট হওয়ার আগে ৩ রান করেন মাহমুদউল্লাহ। অন্যদিকে রানের খাতাই খুলতে পারেননি আফিফ। আর দীর্ঘক্ষণ ব্যাট করার পর ৩৬ বলে ২৪ রান করে ফেরেন ওপেনার লিটন দাস।
শেষদিকে শেখ মেহেদি হাসানের ব্যাটে লজ্জার রেকর্ড থেকে কোনোমতো রক্ষা পেয়েছে বাংলাদেশ। মেহেদি ব্যাট হাতে করেন ২৬ রান। ১১ রানে শামীম, ৩ রানে তাসকিন এবং শূন্যরানে ফেরেন নাসুম আহমেদ। এছাড়া শূন্যরানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/এমএম)

মন্তব্য করুন