১০ বছর পর মুক্তি পেল ডিপজলের সেই সিনেমা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখলো ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি। শুটিং শুরু হওয়ার দীর্ঘ ১০ বছর পর শুক্রবার দেশের ৩০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এর মুক্তি উপলক্ষে সংশ্লিষ্টরা প্রচারণায় ছিলেন নীরব। মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন অসংখ্যা ব্যবসা সফল সিনেমার নির্মাতা এফ আই মানিক।
২০১১ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে বেশ কয়েক ধাপে এর নির্মাণ কাজ শেষ হয়। বহু প্রতীক্ষার পর গত ১৬ সেপ্টেম্বর আনকাট সেন্সর সনদ পায় সিনেমাটি। ২০১৬ সালে মারা যান প্রখ্যাত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। পরের বছর ২৭ মার্চ মারা যান জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ। প্রয়াত এই দুই শিল্পীর শেষ সিনেমা এটি।
নিজের এই সিনেমা প্রসঙ্গে অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, ‘দেশ নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ডাবিং করতে গিয়ে অনেক কেঁদেছি। আশা করছি, সিনেমাটি সবার হৃদয় ছুয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি হল বিমুখ দশর্ককে, সিনেমাটি হলে আসতে বাধ্য করবে।’
ডিপজল, দিতি ও মিজু আহমেদ ছাড়াও তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেল রানা, জায়েদ খান, ডিজে সোহেল, আলী রাজ, রুমানা খান, রুমানা রাব্বানী, রোমানা নীড়, রাবিনা বৃষ্টি, আমান রেজা, আন্না, শাকিল রাজসহ অনেকে।
‘এ দেশ তোমার আমার’ নিয়ে নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রত্যাশা, ‘এ সিনেমার সঙ্গে আমার অনেক স্মৃতি এবং ঘটনা জড়িত। আশ করি, গল্পনির্ভর সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’
ঢাকাটাইমস/০৫নভেম্বর/এএইচ

মন্তব্য করুন