আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ আরোপ নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গহিরা দরোগার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরোপ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচূড়া সুজারমোল্লা পাড়ার বাবুল হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে আরোপ তার মায়ের সঙ্গে নানার বাড়ি গহিরায় বেড়াতে যায়। সকালে সে খেলা করার সময় হঠাৎ সবার অজান্তে পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাদিয়া তাবাসসুম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় একটা শিশুকে আনা হয়। আমরা লাশটি পরিবারের কাছে হস্তান্তর করি।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন