পল্লবীতে অপহরণকারী আটক, নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১১:৫৮| আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২:২২
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকা থেকে অপহরণের অভিযোগে আল আমিন নামের একজনকে আটক করেছে র‌্যাব-৪। এছাড়া অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভার মডেল থানা এলাকা থেকে এক নারী অপহৃত হন। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ওই নারীকে উদ্ধার এবং আল আমিন নামের একজনকে আটকে ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাত দেড়টার দিকে পল্লবী থানার এলাকায় অভিযান চালিয়ে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার এবং আল আমিনকে আটক করে।

আটক আল আমিনের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভারের উত্তর রাজাশনে ওই নারী ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর করে অপহরণ করেন। পরে পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রেখে গত ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ওই নারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিকবার ধর্ষণ করেন।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা