পল্লবীতে অপহরণকারী আটক, নারী উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকা থেকে অপহরণের অভিযোগে আল আমিন নামের একজনকে আটক করেছে র্যাব-৪। এছাড়া অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে র্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভার মডেল থানা এলাকা থেকে এক নারী অপহৃত হন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ওই নারীকে উদ্ধার এবং আল আমিন নামের একজনকে আটকে ছায়া তদন্ত শুরু করে। র্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাত দেড়টার দিকে পল্লবী থানার এলাকায় অভিযান চালিয়ে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার এবং আল আমিনকে আটক করে।
আটক আল আমিনের বরাত দিয়ে র্যাব জানায়, তিনি ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভারের উত্তর রাজাশনে ওই নারী ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর করে অপহরণ করেন। পরে পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রেখে গত ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ওই নারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিকবার ধর্ষণ করেন।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এএ/জেবি)

মন্তব্য করুন