কবিরহাটে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ২০:০৮
অ- অ+

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইত্যেমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার বিকালে আনন্দঘন পরিবেশে নিজ-নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার মনিরুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য মতে, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ৭ জন, ধানসিঁড়িতে ১১, বাটাইয়াতে ৫, সুন্দলপুরে ৪, ধানশালিকে ৫, চাপরাশিরহাটে ৫ ও ঘোষবাগ ইউনিয়নে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ নভেম্বর মনোনয়নগুলো যাচাইবাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ৭ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিকাল সাড়ে ৩টায় ব্যাপক উৎসাহ, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় নেতাকর্মীদের আনন্দ র‌্যালি নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল খান প্রকাশ কামাল কোম্পানী, সুন্দলপুর ইউনিয়নের নুরুল আমিন রুমি ও চাপরাশিরহাট ইউনিয়নের মহিউদ্দিন টিটু নেতাকর্মীদের নিয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের ইউনিয়নকে মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তারা।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা