আইভী আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ তৈমুরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:১১
অ- অ+

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতীক বরাদ্দ হওয়ার আগেই শহরে পোস্টার-ব্যানার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের।

নগরীর শেখ রাসেল পার্কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বিজয় সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে নগরীতে ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক সংবলিত ব্যানার-পোস্টার দেখে তৈমুর আলম খন্দকার এমন অভিযোগ ছুঁড়েছেন।

তৈমুর আলম বলেন, নগরীতে আওয়ামী লীগ প্রার্থীর ব্যানার পোস্টার ছেয়ে গেছে। এটা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন। তিনি বলেন, ২৪ ডিসেম্বর তারা সমাবেশ করবে, এমন খবর জানতে পেরে ২২ ডিসেম্বর আমি রিটার্নিং কর্মকর্তাকে সমাবেশের কথাটি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। নখদন্তবিহীন নির্বাচন কমিশন, এটা তারা প্রমাণ করলো। এজন্যই বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন যায় না। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

তৈমুর বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশন দ্বিমুখী আচরণ করছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একিট র‌্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু র‌্যালিতে যোগদানের আগে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়ে দেয় র‌্যালিতে অংশগ্রহণ করতে পারবোনা। তাহালে সরকার দলীয় মেয়র প্রার্থী কিভাবে প্রচার-প্রচারণা করছে? নির্বাচন কমিশনের এমন দ্বিমুখী আচরণ নারায়ণগঞ্জবাসী মেনে নেবে না।

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার নিজেও প্রচরণা চালিয়ে এমন খবরও অনেকে আমাদের জানিয়েছে। যদি আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক সম্বলিত পোস্টার শহরে ছেয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেবো। শনিবার নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে সরেজমিনে মাঠে নেমে তদারকি করবেন।

এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, বিজয় সমাবেশকে কেন্দ্র করে দলে কেন্দ্রীয় নেতারা এসেছেন। এ কারণে স্থানীয় নেতাকর্মীরা হয়তো ব্যানার লাগাতে পারে, সে বিষয়ে আমি জানি না। নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর আমি আমার পোস্টারসহ প্রচারণা করবো, এর আগে নয়।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা