বিদেশি কূটনীতিকরা চান ইসি গঠনে আইন হোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ২১:৫০

নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্রুত আইন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে ইসি গঠন নিয়ে এই পরামর্শ দেন কূটনীতিকরা।

এসময় স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা, ডিজিটাল সিকিউরিটি আইনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।

নতুন বছরের শুরুতে কূটনৈতিক ব্রিফিং করে বাংলাদেশ। এতে ঢাকায় নিযুক্ত সব মিশনপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের পক্ষে এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বৈঠকে ঢাকায় নিযুক্ত সব মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত না বললেও এতে ডিজিটাল সিকিউরিটি আইন ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্রুত আইন করার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন হতে পারে কি না, তা নিয়ে বৈঠকে জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে একটি আইনি ব্যাখ্যা থাকতে হবে, কীভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। আর এটি খুব দ্রুত করতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, কূটনীতিকদের থেকে পরামর্শ ছিল দ্রুত আইন করার বিষয়ে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), আসন্ন নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন নিয়ে সরকার তার অবস্থান তুলে ধরেছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :